Skip to content

Configure on KDE (Fcitx)

larina3315 edited this page Nov 29, 2023 · 3 revisions

KDE তে যেভাবে Fcitx ভার্সনটি configure করবেন।

যা করা লাগবেঃ

  1. ভবিষ্যতে আশা করি OBK Team Fcitx ভার্সনের প্যাকেজ Release করবেন। আপাতত https://github.com/OpenBangla/OpenBangla-Keyboard/discussions/353 লিংক অনুসরণ করে নিজেই প্যাকেজ compile করে নিতে হবে।

  2. OBK Fcitx প্যাকেজটি ইন্সটল করে System Settings > Input Devices > Virtual Keyboard মেনুতে গেলে ছবির মত Fcitx একটি অপশন থাকবে, Fcitx সিলেক্ট করে Apply বাটনে ক্লিক করুন। Screenshot from 2023-10-09 20-25-31

  3. Fcitx অপশনটি সিলেক্ট করলে কিছুক্ষণ পরেই একটা কিবোর্ড আইকন সিস্টেম ট্রেতে যুক্ত হবে (হলুদ রঙে মার্ক করা) আইকনটিতে Right-Click করলে নিচের ছবির মত একটা পপআপ উইন্ডো দেখা যাবে, মেনুর Configure অপশনটি সিলেক্ট করতে হবে।

image Screenshot_২০২৩১০১৩_১৭৩৭৫৩

  1. এবার ছবির মত একটা উইন্ডো ওপেন হবে, ডানপাশের সার্চবক্সে "OpenBangla" টাইপ করলে OpenBangla Keyboard এর দেখতে পাওয়া যাবে, OpenBangla Keyboard সিলেক্ট করে হলুদ কালিতে highlight করা বামপাশমুখি Arrow তে ক্লিক করলে OpenBangla Keyboard অপশনটি বামপাশে চলে আসবে, এবার Apply বাটনে ক্লিক করে উইন্ডোটি ক্লোজ করলে OpenBangla Keyboard চালু হবে, Layout পরিবর্তন করতে Ctrl+Space চাপুন।

Screenshot_২০২৩১০১৩_১৭২৯০১